বরিশালে ফরচুন সুজ লিমিটেডের রপ্তানিযোগ্য কোটি টাকার জুতা আত্মসাতের চেষ্টাকালে দুটি কাভার্ড ভ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাইও রয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করা ও উদ্ধার অভিযান চালানো হয় বলে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি ইসমাইল হোসেন জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন ফরচুন সু কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই রবিউল ইসলাম (৪০), কাভার্ড ভ্যানচালক বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর রাজকর খানবাড়ীর বাসিন্দা আবদুর রব খানের ছেলে জামাল হোসেন (২৯) ও ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল মধুহাটি এলাকার শুক্কুর আলীর ছেলে মো. শান্ত (২৬)।
ওসি ইসমাইল জানান, গত বুধবার ফরচুন সুজ লিমিটেডের সিনিয়র অ্যাকাউন্ট অফিসার জাহিদ হাসান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ওই তিনজনসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ করে প্রতারণার মাধ্যমে ফরচুন সুজ লিমিটেডের নেদারল্যান্ডসে রপ্তানির উদ্দেশ্যে শিপমেন্টের জন্য পাঠানো ১০ হাজার ৮১২ জোড়া জুতা আত্মসাতের উদ্দেশ্যে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। জুতার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। ওসি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা জুতা বোঝাই দুটি কাভার্ড ভ্যান উদ্ধার করেছে। এ ছাড়াও তিনজনকে গ্রেপ্তার করেছে।