রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীর বাসা থেকে ১০৫ ভরি স্বর্ণালংকার ও ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় চারজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৪। আটকরা হলেন- মূল হোতা বিল্লাল হোসেন, সহযোগী হোসেন সোহান, বকুল বিবি ও কুলসুম বিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সদরঘাট এলাকা থেকে বিল্লালকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরে ভোলা সদরের উত্তর ভেদুরিয়া গ্রাম থেকে সোহান, বকুল বিবি ও কুলসুমকে আটক করা হয়। তাদের কাছ থেকে লুট হওয়া এক ভরির কিছু বেশি সোনাসহ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর মিরপুরের দারুস সালাম এলাকার মোহাম্মদ উল্লাহ নামের এক ব্যবসায়ীর বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।