পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। গতকাল মিরপুর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমির রেজাউল করিম মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি আশিকুর রহমানের সঞ্চালনায় ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মূসা ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক ডা. কর্নেল জিহাদ খান।
মুজিবুর রহমান বলেন, সুস্থতা আল্লাহ তায়ালার বড় নেয়ামত। মূলত, অসুস্থ হলে আল্লাহ তায়ালাই শিফা দান করেন। এজন্য আমাদের চিকিৎসার পাশাপাশি শেষ রাতে আল্লাহর কাছে ধরনা দিতে হবে। কারণ, চাইলেই তিনি বান্দাকে সবকিছু দিয়ে দেন-এ অঙ্গীকার আল্লাহরই। মূলত, চিকিৎসার ক্ষেত্রে আরোগ্যের চেয়ে প্রতিরোধই শ্রেয়তর। তাই আমাদের প্রত্যেককে স্বাস্থ্যসচেতন হতে হবে। পরিমিত আহার, স্বাস্থ্যসম্মত খাবার ও দৈহিক প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ জীবনযাপনে অতিমাত্রায় সচেতনতা অবলম্বন করতে হবে। তাহলেই আমরা সুস্বাস্থ্যের অধিকারী দেশের গর্বিত নাগরিক হতে পারব।