সাভারে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ড্যাফোডিলের দায় স্বীকার করে ক্ষমা চাওয়াসহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিরুলিয়ার নিজস্ব ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন করা হয়। দাবিগুলো হলো- ড্যাফোডিল কর্তৃপক্ষকে দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্যাম্পাসের ক্ষতিপূরণ ড্যাফোডিলকে দিতে হবে, জড়িত ড্যাফোডিলের শিক্ষার্থীদের তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা ও ছাত্রত্ব বাতিল করতে হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করতে হবে, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের সভাপতির নীরবতা ও পক্ষপাতদুষ্ট আচরণের জন্য তার অপসারণের দাবি তোলেন তারা।
উল্লেখ্য, ২৬ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।