রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শেষ হলো ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার

নিজস্ব প্রতিবেদক

ক্রেতা-দর্শনার্থীর জমজমাট উপস্থিতিতে শেষ হলো ‘তিন দিনব্যাপী ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার, ২০১৭’। এ মেলায় অংশ নেওয়া বিভিন্ন ভারতীয় কোম্পানি বাংলাদেশে ব্যবসার প্রসার করবে বলে মনে করেন আয়োজকরা। তারা জানিয়েছেন, বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এ মেলা ভূমিকা রাখবে। এর মাধ্যমে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা। রাজধানীর সোনারগাঁও হোটেলে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ—আইবিসিসিআই আয়োজিত ‘তিন দিনব্যাপী ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার, ২০১৭’-এর সমাপনী দিন ছিল গতকাল। আইবিসিসিআইর আয়োজনে এ মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিল এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড। এবারের মেলায় ৩০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। যার মধ্যে অটোমোবাইল, প্রক্রিয়াজাত খাদ্য, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল, পেইন্টস, ব্যাংকিং সেবা, পাওয়ার জেনারেশন, ইনস্যুরেন্স, টেক্সটাইল, সিমেন্ট ম্যানুফ্যাকচার ইত্যাদি বিশেষায়িত খাতের প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর