সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাঁচ উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির ওপর স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে খুলনার কয়রা, সাতক্ষীরার আশাশুনি, ঝিনাইদহের কোর্টচাঁদপুর, চুয়াডাঙ্গার দামুড়হুদা এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা কমিটির ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। পৃথক আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট  বেঞ্চ এ আদেশ দেয়। এ ছাড়া ওই পাঁচ উপজেলার কমিটি  কেন বাতিল ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট উপজেলা কমিটির সংশ্লিষ্ট সদস্যকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন  ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আইনজীবীরা জানান, এসব উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এ কারণে রিট করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর