শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হংকংয়ে জনপ্রিয় হবে বাংলাদেশের পণ্য

—তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

হংকং সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দেশটির আমদানিকারকদের বাংলাদেশে তৈরি পণ্য আমদানির আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমরা এখন উন্নত দেশের চাহিদা অনুযায়ী বিশ্বমানের পণ্য তৈরি করছি। এসব পণ্য হংকংয়ে জনপ্রিয় হবে সন্দেহ নেই।’ মন্ত্রী বুধবার রাতে হংকংয়ের একটি হোটেলে ‘বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, হংকং’-এর যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান। বাংলাদেশের যে ব্যবসায়ীরা হংকংয়ে ব্যবসা করছেন তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের রপ্তানি সম্প্রসারণে তাদের দায়িত্ব অনেক। বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, হংকংয়ের মাধ্যমে এখানে বাংলাদেশের রপ্তানি-বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবগঠিত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, হংকংয়ের প্রেসিডেন্ট একরাম খান, হংকংয়ের আন্ডারসেক্রেটারি ফর কমার্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট গুলফ্রে লিয়ং কিং কুয়োক, হংকংয়ে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সারওয়ার এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, হংকংয়ের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইউসুফ আলী।

সর্বশেষ খবর