মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করবে

——— ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। এ আইনে পুলিশ কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই যে কোনো লোককে তল্লাশি ও গ্রেফতার করতে পারবে। ফলে নিরীহ মানুষ হয়রানির শিকার হবে। এ আইনটি সংবিধানের মূল চেতনার পরিপন্থী এবং এটি মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন ঘোষিত ৫ অক্টোবর জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে মহাসমাবেশ বাস্তবায়ন সাব কমিটির এক সভায় গতকাল তিনি এ কথা বলেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ। ইউনুছ আহমাদ আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশবাসী সোচ্চার। দেশ এখন অনিশ্চয়তার পথে। এখন ন্যায়বিচার পাওয়াই মুশকিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর