মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতিসংঘ শান্তি মিশনে মোতায়েন পূর্বপ্রস্তুতি বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

দুদিনব্যাপী অপারেশনার পূর্ব প্রস্তুতি সম্পর্কে এক বহুজাতিক সেমিনার গতকাল রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এ শুরু হয়েছে। আইএসপিআর জানায়, সেমিনারে ১৮টি দেশের সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ ছাড়াও জাতিসংঘের উচ্চপদস্থ বিশেষজ্ঞসহ ৫৫ জন বিদেশি এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নিয়েছে। জাতিসংঘ সদর দফতরের পিসকিপিং অপারেশনের ব্যবস্থাপনায় শুরু হওয়া সেমিনারে শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশগুলোর জাতিসংঘ মিশনে নিয়োজিত হওয়ার পূর্বে আভিযানিক প্রস্তুতির নিশ্চয়তা এবং দক্ষতা বৃদ্ধির মূল বিষয়গুলো সম্পর্কে মতবিনিময় করা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল সেমিনারের উদ্বোধন করেন। সেমিনারে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, জাতিসংঘ সদর দফতরের পক্ষ থেকে মেজর জেনারেল হিউ ভ্যান রোজেন, সহকারী সামরিক উপদেষ্টা, অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্স, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মি. ল্যারি সুইফট, ট্রেনিং প্রোগ্রাম ম্যানেজার, গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভ এবং দেশ ও বিদেশের উচ্চপদস্থ সামরিক ও অসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর