সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এসএসসিতে নকলের সুবিধা না পেয়ে কেন্দ্রে হামলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে (কেন্দ্র নোয়া-৫) চলতি এসএসসি পরীক্ষায় নকলে সুবিধা না পেয়ে শিক্ষার্থী এবং বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। শনিবার দুপুরে ওই কেন্দ্রে গণিত পরীক্ষা শেষে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি থেকে নেয়াজপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্রে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় নেয়াজপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়, অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মৃধারহাট উচ্চবিদ্যালয় ও ফিরোজ শাহা মাইজভান্ডারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষার প্রথম দিন থেকেই ওই কেন্দ্রে বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী, শিক্ষক, বহিরাগতদের সহযোগিতায় নকলের সুবিধা পেয়ে আসছে শিক্ষার্থীরা। শনিবার গণিত পরীক্ষা চলাকালীন আগের বিষয়গুলোর মতো বহিরাগত সন্ত্রাসীরা ওই কেন্দ্রের কলেজ ভবনের শিক্ষার্থীদের কাছে নকল পেঁৗঁছে দেয়। এ সময় স্কুল ভবনের শিক্ষার্থীদের নকল সুবিধা দিতে চাইলে অপর দুই ভবনের শিক্ষকদের মাঝে বাকবিত া সৃষ্টির পর নকলের সুবিধা বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থী এবং বহিরাগত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষে কেন্দ্রে হামলা চালিয়ে বিদ্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর  করে। নেয়াজপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নোয়া-৫ কেন্দ্র কমিটির সচিব দ্বীপক চন্দ্র দাস নকল সুবিধায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, কিছু বহিরাগত সন্ত্রাসী শিক্ষার্থীদের নকল সুবিধা দিতে গিয়ে ব্যর্থ হয়ে হামলার ঘটনা ঘটিয়েছে।

সর্বশেষ খবর