শিরোনাম
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

গ্যাসের দাম বাড়ালে ব্যাপক আন্দোলন

-রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, গ্যাসের মূল্য বৃদ্ধি হলে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। গ্যাস কোম্পানি কর্তৃক গ্যাসের অভাবনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল পার্টি অফিসে ঢাকা মহানগরী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের প্রতি এ হুঁশিয়ারি দেন। মেনন আরও বলেন, ষড়যন্ত্রমূলকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে।

এ সময় রেগুলেটরি কমিশন কর্তৃক অনুষ্ঠিত শুনানিতে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করে গ্যাসের মূল্য বৃদ্ধির চেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

সভায় রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগ দাবি এবং ঢাকা মহানগরীর গ্যাস ব্যবহারকারীদের গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী কমিটির সভাপতি আবুল হোসাইন। আরও বক্তব্য দেন পার্টির ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক কিশোর রায়, সম্পাদকম-লীর সদস্য তৌহিদুর রহমান, বেনজির আহমেদ, মুর্শিদা আখতার নাহার, জাহাঙ্গীর আলম ফজলু প্রমুখ।

সর্বশেষ খবর