মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নুসরাত হত্যায় সাক্ষ্য দিলেন ম্যাজিস্ট্রেট

আজ দেবেন সাত পুলিশ কর্মকর্তা

ফেনী প্রতিনিধি

নুসরাত হত্যায় সাক্ষ্য দিলেন ম্যাজিস্ট্রেট

বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় গতকাল সাক্ষ্য

দিয়েছেন আসামিদের জবানবন্দি গ্রহণকারী ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহম্মদ। পরে তাকে জেরা

করেন আসামিপক্ষের ১৬ আইনজীবী। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তার সাক্ষী ও জেরা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহম্মদ আদালতে বলেন, জবানবন্দি নেওয়ার আগে আসামিদের পর্যাপ্ত সময় দিয়েছি এবং সেটি পড়ে শুনিয়েছি। আজ সাত পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দেবেন। তারা হলেন- এসআই মো. শামসুর রহমান, মো. আল আমিন শেখ, মো. ময়নাল হোসেন, হায়দার আলী আকন, মো. নুরুল করিম, পুলিশ পরিদর্শক মো. জুয়েল মিয়া ও সন্তোষ কুমার চাকমা। এই পর্যন্ত এ মামলায় ৭৫ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়েছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মামলার ১৬ আসামিকে জেলা কারাগার থেকে বেলা ১১টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়।  প্রসঙ্গত, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে নুসরাতকে যৌন হয়রানি করার অভিযোগ আনেন নুসরাতের মা শিরিন আক্তার। মামলাটি তুলে না নেওয়ায় গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে নুসরাতকে কৌশলে ডেকে পাশের ভবনের তিনতলার ছাদে নিয়ে সিরাজ-উদ-দৌলার সহযোগীরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পাঁচ দিন মৃত্যুশয্যায় থেকে গত ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন নুসরাত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর