শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অনলাইনেই মিলবে ঢাবির সনদপত্র

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা কার্যক্রম নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কার্যক্রমের অংশ হিসেবে ১ ডিসেম্বর থেকে সনদ ও নম্বরপত্র উত্তোলনের আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারবেন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ‘সেবা গ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থী তার অনলাইন ড্যাশবোর্ড থেকে আবেদন করতে পারবেন। ড্যাশবোর্ড ব্যবহার করার জন্য শিক্ষার্থীকে প্রথমে সাইন-আপ করতে হবে। এ বিষয়ে https://service.du.ac.bdসাইটে বিস্তারিত জানা যাবে। অনলাইনে আবেদনের পর তথ্য যাচাই শেষে অনলাইনেই তাকে পিডিএফ ফরম্যাটে পে-স্লিপ পাঠানো হবে। এই পে-স্লিপটি প্রিন্ট করে জনতা ব্যাংকের যে কোনো শাখায় নির্দিষ্ট ফি জমা দেওয়া যাবে। ফি জমা হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থী তা ড্যাশবোর্ডে দেখতে পাবেন। বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দফতরও তাৎক্ষণিকভাবে তা জানতে পারবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর