মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চাপে থাকা ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি আনতে চান

ইসরায়েলি নেতাদের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ্যে পেশ করতে চান। আর এটা আজই। তবে ফিলিস্তিনিরা তার এ উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। সিনেটে ইমপিচমেন্ট তদন্তের কারণে চাপের মুখে পড়েও আন্তর্জাতিক মঞ্চে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গত সপ্তাহে দাভোসে বিশ্বনেতাদের সঙ্গে আলাপ-আলোচনার পর তিনি ওয়াশিংটনে ইসরায়েলি নেতাদের সামনে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার সব আয়োজন শেষ করেন। এদিকে ফিলিস্তিনিদের আশঙ্কা, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্ন এবার পুরোপুরি জলাঞ্জলি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছরের জুলাইয়ে ওয়াশিংটন ফিলিস্তিনি এলাকা ও সংলগ্ন আরব দেশগুলোর অর্থনৈতিক উন্নতির জন্য ৫ হাজার কোটি ডলার বিনিয়োগের যে পরিকল্পনা পেশ করেছিল, ফিলিস্তিনিরা তাও প্রত্যাখ্যান করেছে। এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এতকাল ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি আনতে প্রায় সব উদ্যোগের ভিত্তি ছিল দুই পক্ষের জন্য স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। কিন্তু ট্রাম্প প্রশাসন একতরফাভাবে ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। ইহুদি বসতির ভবিষ্যৎ ও জেরুজালেম শহরের ওপর দাবির প্রশ্নেও ওয়াশিংটনের আচরণ নিয়ে বিতর্ক রয়েছে। ইসরায়েলের প্রতি একতরফা সমর্থনের মাধ্যমে ট্রাম্প আমেরিকার এভাঞ্জিলিকাল খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন আদায় করতে আরও উদ্যোগী হচ্ছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন। কোনোক্রমে ইমপিচমেন্ট তদন্তে রেহাই পেলেও নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে তাকে যথেষ্ট সমর্থন পেতে হবে।

সর্বশেষ খবর