মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাদের সেবক ডা. রথীন দত্তের জীবনাবসান

কলকাতা প্রতিনিধি

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বিশেষ ভূমিকা রাখা বিশিষ্ট শল্যচিকিৎসক রথীন দত্ত এফআরসিএস পদ্মশ্রী সোমবার সকালে কলকাতার টালিগঞ্জে নিজের বাড়িতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি রেখে গেছেন এক ছেলে ও মেয়েকে। ১৯৯২ সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিচালক ও বিশেষ সচিব ছিলেন ডা. রথীন দত্ত। ১৯৭১ সালে ৯ মাস ধরে মুক্তিযুদ্ধের সময় নিরলসভাবে বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনার চিকিৎসা করে তাদের সুরক্ষা দিয়েছিলেন। অমূল্য সেবার জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার রথীন দত্তকে ‘মুক্তিযোদ্ধা মৈত্রী সম্মাননা’ দেয়। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৯২ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ উপাধিতে সম্মানিত করে।

স্ত্রী আগেই মারা যাওয়ার কারণে এবং পুত্র রাজশ্রী দত্ত এবং কন্যা সোনাল দত্ত দুজনই আমেরিকায় থাকায় বড় একা হয়ে পড়েছিলেন রথীন দত্ত। সন্তানরা বুধবার দেশে ফিরলেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে বিশিষ্ট এই চিকিৎসককে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কলকাতার ‘মেডিকা সুপার স্পেশালিটি’ হাসপাতালে শায়িত থাকবে।

সর্বশেষ খবর