বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
শিশু জিহাদের মৃত্যু

চার আসামির সবাই খালাস

নিজস্ব প্রতিবেদক

ঢাকার শাহজাহানপুর রেল কলোনির পরিত্যক্ত পানির পাম্পের পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের (৪) মৃত্যুর ঘটনায় দায়ের মামলায় দন্ডপ্রাপ্ত চার আসামিকে খালাস দিয়েছে হাই কোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে গতকাল বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আব্দুলমোবিনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। এই চার আসামি হলেন শাহজাহানপুর রেল কলোনির পানির পাম্প বসানোর প্রকল্প পরিচালক রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআরের মালিক প্রকৌশলী আব্দুস সালাম ওরফে শফিকুল ইসলাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ার জাফর আহমেদ সাকি। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী   মনসুরুল হক চৌধুরী, আইনজীবী এসএম শাহজাহান, এম সারোয়ার আহমেদ, আনোয়ারুল ইসলাম শাহীন ও এম আলী মর্তুজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম। এর আগে ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত এক রায়ে চার আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দেয়। তাদের ২ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছর করে কারাদন্ড দেওয়া হয়। তবে মামলার বাকি দুই আসামি খালাস পান। এরপর ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন দন্ডিতরা। ওই আপিল গ্রহণ করে হাই কোর্ট খালাসের রায় দিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর