সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মুজিববর্ষকে বিদ্যুৎ বিভাগ সেবাবর্ষ হিসেবে ঘোষণা করেছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষ উপলক্ষে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) উদ্যোগে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে প্রি- পেইড মিটার রিচার্জ এবং বিদ্যুৎ বিল পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল রাজধানীতে ডিপিডিসির সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু কর্নার এবং এই সেবার উদ্বোধন করেন।

নসরুল হামিদ বলেন, মুজিববর্ষকে বিদ্যুৎ বিভাগ সেবাবর্ষ হিসেবে ঘোষণা করেছে। এ জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দৈনিক এক ঘণ্টা বেশি করে কাজ করবেন। আমাদেরও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে বিদ্যুৎ ব্যবস্থা ও ব্যবস্থাপনা আধুনিক করতে হবে। বর্তমানে ৩ কোটি ৬২ লাখ গ্রাহকের মধ্যে মাত্র ৩৩ লাখ গ্রাহক প্রি-পেইড মিটার স্থাপন করেছেন। এ জন্য প্রি-পেইড মিটার স্থাপনের গতি বৃদ্ধি করা প্রয়োজন। আর ব্লকচেইন পদ্ধতি অধিক নিরাপদ এবং ডিজিটাল প্রতারণা রোধ করে।

সর্বশেষ খবর