শিরোনাম
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

পোশাক কারখানা খোলা রাখবে বিকেএমইএ

নিজস্ব প্রতিবেদক

আপাতত পোশাক কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্ত্তু ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। গতকাল সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংগঠনের সভাপতি সেলিম ওসমান বলেছেন, সব প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের কার্যাদেশ সাপেক্ষে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন। ২৬ মার্চ ২০২০ সরকারি ছুটি ও ২৭ মার্চ ২০২০ সাপ্তাহিক ছুটি থাকায় এর মধ্যে কারখানার সব নিরাপত্তা-সংক্রান্ত ব্যবস্থা নিশ্চিত করবে। কারখানা চলাকালীন করোনাভাইরাস থেকে শ্রমিক ও কর্মকর্তাদের রক্ষার জন্য প্রয়োজনীয় সব নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করতে হবে। তিনি আরও জানান, ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণের দিকনির্দেশনার আলোকে কারখানা খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। করোনাভাইরাসের কারণে কারখানার কী পরিমাণ অর্ডার বাতিল, স্থগিত এবং শিপমেন্ট বাতিল হয়েছে তা ৩১ মার্চের মধ্যে ফ্যাক্টরিগুলো থেকে লিখিতভাবে প্রাপ্তির পর এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর