শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মন্ত্রীর বক্তব্যের কারণেই মানুষ স্বাস্থ্যবিধি মানতে অনুৎসাহিত : মেনন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, স্বাস্থ্য কর্তৃপক্ষের দায়িত্বহীন বক্তব্যের কারণেই মানুষ স্বাস্থ্যবিধি মানতে অনুৎসাহিত হচ্ছে। মন্ত্রী যখন বলেন, ভ্যাকসিন আসার আগেই বাংলাদেশ থেকে করোনা চলে যাবে, তখন মানুষ আর স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনীয়তা বোধ করে না। গতকাল করোনা সংক্রমণের প্রতিরোধ সম্পর্কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলা কমিটি আয়োজিত সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পাটকল খুলে দেওয়া, স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধসহ পার্টির ১৩ দফা দাবিতে ঘোষিত আগামী ২ সেপ্টেম্বরের দাবি দিবস উপলক্ষে মানববন্ধন ও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রচার কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা কমিটির সভাপতি আবদুল মজিদ। রাশেদ খান মেনন বলেন, ভারত-পাকিস্তান যখন তাদের দেশে ভ্যাকসিন ট্রায়াল করছে তখন আমরা কেন পিছিয়ে থাকলাম তারও ব্যাখ্যা নেই। মানুষকে তাই নিজেই নিজেকে, পরিবার, প্রতিবেশীদের সুরক্ষার দায়িত্ব নিজের ওপর তুলে নিতে হবে। তাহলে যদি কিছু রক্ষা পাওয়া যায়।

সর্বশেষ খবর