শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যবার্ষিকী আজ। মৌলভীবাজার থেকে ঢাকা আসার পথে ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে তিনি নিহত হন। বরেণ্য এ রাজনীতিবিদের স্মরণে এম সাইফুর রহমান ও দুররে সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে দিনভর নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে সকাল ১০টায় মৌলভীবাজারের বাহারমর্দানে দিনভর কোরআন খতম, দোয়া ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। বাদ আসর সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে বিএনপি আগামীকাল বাদ আসর নয়াপল্টনের কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। অর্থমন্ত্রী হিসেবে সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করেন তিনি।

সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে। তিনি ১৯৭৯ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে নির্বাচিত হন।

সর্বশেষ খবর