মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অনলাইনে পাঠদান আরও আনন্দময় করতে হবে

-------- ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, বেশির ভাগ শিক্ষার্থীর অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আশাব্যঞ্জক নয়। এক্ষেত্রে শিক্ষকদের আরও বেশি সচেতন হতে হবে। অনলাইনে পাঠদান আরও আনন্দময় ও আকর্ষণীয় করতে হবে।

ভার্চুয়াল মাধ্যমে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স (এসপিকিউএ) বিভাগ আয়োজিত ‘অনলাইন পাঠদানে শিক্ষার্থীদের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি গতকাল এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে এবং উপযুক্ত পরিবেশে ক্লাস নিতে হবে।

পাঠে শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীরা যাতে অনলাইন পাঠে উপকৃত হয় সেদিকে লক্ষ্য রাখেতে হবে। অনলাইন পাঠে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে শিক্ষকদের তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পরামর্শ দেন।

ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্ববিজৎ চন্দের সভাপতিত্বে কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর