মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিশ্বে করোনায় আক্রান্ত পৌনে ৭ কোটি ছাড়াল

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা পৌনে ৭ কোটি ছাড়িয়েছে। গতকাল সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের হিসাবে বলা হয়, করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১৫ লাখ ৪৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বর্তমানে আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ বাড়ছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫১ লাখ ৬০ হাজার। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৯০৬ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৬ লাখ ৭৭ হাজার ২০৩। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার ৫৯০ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৩ হাজার ৫৪০। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৯৬২ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৬১৯। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর