শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মৃত্যুবার্ষিকী

মৃত্যুবার্ষিকী

অধ্যক্ষ ইসমত আলী

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) -এর মহাপরিচালক জাফর ওয়াজেদের বাবা কুমিল্লার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ইসমত আলীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে কুমিল্লায় মরহুমের নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৪০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া অধ্যক্ষ ইসমত আলী নওয়াব ফয়জুন্নেছা কলেজের অধ্যক্ষ ছিলেন। ’৪২ সালে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া শিক্ষকতা করেন অধ্যাপক শ্রিকাইল কলেজে। ইলিয়টগঞ্জ রাবি হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ’৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের হক-ভাসানী-সোহরাওয়ার্দীর প্রার্থী হিসেবে চান্দিনায় প্রথম নৌকার অভিষেক করেন তিনি।

নূরুল আবছার

বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার জিন্নাতুন নূরের বাবা নূরুল আবছারের প্রথম মৃত্যুবার্ষিকী  আজ। তাঁর রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মরহুমের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজনে করা হয়েছে। বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর