মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

৫ লক্ষাধিক টাকার বই পুরস্কার পেলেন ৫৮ প্রতিযোগী

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে মেডিটেশনবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় ৫৮ বিজয়ীকে ৫ লক্ষাধিক টাকার বই পুরস্কার দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরমাণু বিজ্ঞানী ড. এম শমসের আলী। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার বিজ্ঞানী ড. মোহাম্মদ কায়কোবাদ। সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী।

২১ মে বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা রচনা, আলোকচিত্র, চিত্রাঙ্কন, অডিও-ভিডিও প্রতিযোগিতায় অংশ নেন। গতকাল বিশ্ব যোগ দিবসে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। প্রত্যেককে দেওয়া হয় ১০ হাজার টাকা মূল্যমানের বই ও প্রশংসাপত্র।

অনুষ্ঠানে ড. এম শমসের আলী বলেন, মেডিটেশন চর্চা করলে শারীরিক মানসিক আত্মিক উৎকর্ষ সাধিত হয়। শিশু-কিশোররা এমন আত্মোন্নয়নমূলক চর্চায় সম্পৃক্ত হলে জাতি অনেক এগিয়ে যাবে।

ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, মেডিটেশনের মতো একটি ইতিবাচক অনুশীলন তরুণদের আরও দক্ষ ও সৃজনশীল করে তুলবে।

সর্বশেষ খবর