রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

করোনায় মারা গেলেন নূরজাহান মযহার

নিজস্ব প্রতিবেদক

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ড. মযহারুল ইসলামের সহধর্মিণী নূরজাহান মযহার। গতকাল রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বিকালে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাজা শেষে সিরাজগঞ্জের শাহজাদপুরের শান্তিপুরে তাঁকে দাফন করা হয়েছে। নূরজাহান মযহার সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহানের মা। তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের শাশুড়ি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।

আরও শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইনমন্ত্রী আনিসুল হক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজগঞ্জের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, অধ্যাপক ডা. আবদুল আজিজ প্রমুখ। বাংলা একাডেমি পরিচালিত ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’-এর দাতা নূরজাহান মযহারের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলা একাডেমি।

সর্বশেষ খবর