বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
সমাবেশে সাংবাদিকরা

সাম্প্রদায়িক সহিংসতার বিচার না হলে আস্থা ফিরবে না

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সহিংসতার ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে, তা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের ব্যানারে আয়োজিত ‘বাংলাদেশ রুখে দাঁড়াও, সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত কর’ শীর্ষক সমাবেশে সাংবাদিক নেতারা আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত মন্দির, ঘরবাড়ি হয়তো মেরামত করা যাবে, কিন্তু অপরাধীদের বিচার না হলে এ ধরনের ঘটনা আবারও ঘটবে। এ ছাড়া ভুক্তভোগীদের মধ্যে যে ভীতি ও অবিশ্বাস জন্ম নিয়েছে তা দূর হবে না।

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

সর্বশেষ খবর