সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

ছাত্র সমাজের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল বিকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করে সংগঠনটি। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্র নেতৃবৃন্দ। পরে আন্দনঘন পরিবেশে কেক কাটা হয়। এর পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খাঁন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মো. সাহিদুর রহমান টেপা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এদিকে পার্টির গুরুত্বপূর্ণ এই অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্টির চেয়ারম্যান, মহাসচিব, কো-চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত না থাকায় অনেকেই দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর