বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা
নারী বিচারককে হুমকি

ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত

প্রতিদিন ডেস্ক

নারী বিচারককে হুমকির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছে আদালত। খবর জিও নিউজের। গতকাল রাজধানী ইসলামাবাদের একটি আদালত ইমরান খানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা আগামী ১৬ মার্চ পর্যন্ত স্থগিত করেন। ইমরান খানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হতে পারে। একাধিক সূত্রের বরাত দিয়ে সোমবার পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছিল। এই খবরে উত্তাপ ছড়ায় দেশ জুড়ে। এর আগে সোমবার ওই মামলায় ইমরানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম। এ পরোয়ানা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন ইমরান। পরে আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল পরোয়ানা স্থগিত করেন ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ ফাইজান হায়দার গিলানি। এদিকে সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বাসভবনের সামনে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পিটিআই কর্মীদের ছত্রভঙ্গ করতে ইসলামাবাদ পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। সমর্থকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

 

সর্বশেষ খবর