শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে

বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে। চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে। নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে গতকাল সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রোজার প্রথম দিকে নিত্যপণ্য কেনার চাপ তৈরি হয়। সে চাপ কমে গেছে। তাই ঢাকা শহরেও নিত্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে পিঁয়াজের দাম কমে গেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে আমাদের যোগাযোগব্যবস্থা নিয়ে চুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা হয়েছে। ভুটানের সড়ক ব্যবহার, তাদের দেশের পণ্য আমাদের দেশে আমদানি ও আমাদের পণ্য তাদের দেশে রপ্তানির আলোচনাও এগিয়েছে। আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী হাইড্রোপাওয়ারের চুক্তি নিয়ে কথা বলেছেন।

আগামী মে মাসে সেই চুক্তি হওয়ার কথা রয়েছে।

 

সর্বশেষ খবর