সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কর্মক্ষেত্রে-পাবলিক প্লেসে ব্রেস্ট ফিডিং কর্নার করার নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক

দেশের সব অফিস, শপিং মল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের মতো জনসমাগমস্থলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল একটি রিট আবেদন নিষ্পত্তি করে হাই কোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন মো. রাশিদুল হাসান ও অ্যাডভোকেট ইশরাত হাসান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। আইনজীবী ইশরাত হাসান ২০১৯ সালের ২৪ অক্টোবর হাই কোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছিলেন। আবেদনে বলা হয়, কর্মক্ষেত্র, শপিং মল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার না থাকায় প্রতিটি মাকে অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়।

সর্বশেষ খবর