বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

৩৯ লাখ টাকার অবৈধ সম্পদ বগুড়ার এসআইয়ের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

৩৯ লাখ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া পুলিশ লাইনসে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। ২০২১ সালের ২৪ জানুয়ারি দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী এ মামলাটি করেছিলেন।

মামলার তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, এসআই আলমগীর হোসেন ১৯৯৭ সালে কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে যোগ দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় তাকে সম্পদ বিবরণী পাঠানোর জন্য বলা হয়। সম্পদ বিবরণীতে তিনি ৭২ লাখ ৫১ হাজার ৭৮ টাকা সম্পদের মালিকানা অর্জনের ঘোষণা দিয়েছেন। অথচ সম্পদ বিবরণী যাচাইকালে তার নামে ৪৫ লাখ দুই হাজার ৭০১ টাকা গ্রহণযোগ্য আয় ও ১৯৯৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা ব্যয়ের তথ্য পেয়েছে দুদক। সব মিলিয়ে ৮৪ লাখ ১৬ হাজার ৫৭৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের প্রমাণ পায় দুদক। আলমগীর হোসেনের বিরুদ্ধে ৩৯ লাখ ১৩ হাজার ৮৭৭ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধ দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

 

সর্বশেষ খবর