মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

গওহরডাঙ্গা মাদরাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ পাসের হার ৯০.৩৮

নিজস্ব প্রতিবেদক

গওহরডাঙ্গা মাদরাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বোর্ডের সদর দফতর গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসা থেকে এই ফলাফল প্রকাশ করা হয়। বোর্ডের সভাপতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি রুহুল আমিন ও মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন। ফলাফলে পাসের হার ৯০.৩৮। মুমতাজ ৩৫.৯৫, জায়্যিদ জিদ্দান ২৫.৭৯, জায়্যিদ ১৫.৭৪, মকবুল ১২.৯ ও রাসিব ৯.৬২। ফজিলত জামাতে পাসের হার ৮৬.৫। মুমতাজ ১১.১। সানবিয়ায়ে উলিয়া জামাতে পাসের হার ৬৯.১১। মুমতাজ ৮.৬। সানাবিয়ায়ে আম্মাহ জামাতে পাসের হার ৭৫.৪৭। মুমতাজ ১১.৬৮। মুতাওয়াসসিতা জামাতে পাসের হার ৮৩.৯৪। মুমতাজ ২৩.৮৪। ইবতিদাইয়্যাহ জামাতে পাসের হার ৮৮.২। মুমতাজ ২৬.৯২। হিফজ খতমি গ্রুপে পাসের হার ৯৮.৩৩। মুমতাজ ৪৮.৮৫। ১৫ পারা গ্রুপে পাসের হার ১-১৫ পাস ৯৪.১৪। মুমতাজ ৩৪.৩৮। ১৫ পারা গ্রুপ ১৬-৩০ পারা গ্রুপে পাস ৯৫.৫২। মুমতাজ ৪৭.৭২। কেরাত ইজরা পাসের হার ৯৮.৩। মুমতাজ ৫৬.১৭। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক, মাওলানা আবদুল্লাহ, মাওলানা হায়াত আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি নুরুল ইসলাম, মাওলানা রেজাউল হক, মুফতি মোহাম্মদ তাসনীম প্রমুখ।

 

সর্বশেষ খবর