বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

বিদেশি মিশনের অতিরিক্ত নিরাপত্তায় আনসার প্রস্তুত

পররাষ্ট্র সচিব

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় বিদেশি মিশনগুলোর মধ্যে যারা অতিরিক্ত প্রটোকল ব্যবহার করতে চায়, তারা কীভাবে সেটি নিতে পারে তা নিয়ে আগামী রবিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে মিশনগুলোকে জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, নিরাপত্তা বিষয়ে আনসার বাহিনীকে আমরা প্রস্তুত করেছি। কেউ অতিরিক্ত নিরাপত্তা নিতে চাইলে আনসারের সহায়তা নিতে পারে। এটা কীভাবে নিতে পারবে তা চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার অথবা রবিবার আনুষ্ঠানিকভাবে মিশনগুলোকে জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আনসার মহাপরিচালক বলেন, কূটনৈতিক মিশনগুলোয় বাড়তি প্রটোকল দিতে আমরা প্রস্তুত। এ বিষয়ে আনসারের অভিজ্ঞতাও রয়েছে। আনসার বাহিনী ইউরোপীয় ইউনিয়নকে চার বছর ধরে এ সেবা দিয়ে আসছে। এখন চাইলেই যে কোনো সময় নিযুক্ত করা সম্ভব।

সর্বশেষ খবর