রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

জনগণের জন্য সুখবর নেই

------ - খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের দৃষ্টিতে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত। দলটির মতে, ঘোষিত বাজেটের আকার বরাবরের মতই লোক দেখানো ও গতানুগতিক। এতে জনগণের জন্য কোনো সুখবর নেই। এ বাজেট সরকারদলীয় লুটপাটের আরেকটি সুযোগ সৃষ্টি করবে। বাজেট প্রতিক্রিয়ায় গতকাল এক যৌথ বিবৃতিতে দলের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই অভিমত ব্যক্ত করেন। তারা আরও বলেন, বাজেটে দেশের মৌলিক ও গণমুখী সমস্যাগুলোকে পাশ কাটিয়ে সরকার নির্বাচনের বৈতরণী পার হতে ভেলকিবাজি পদ্ধতি গ্রহণ করেছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর