বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ০০:০০ টা

ব্যবসায়ীরা প্রশ্রয় না দিলে ওরা কীভাবে মাস্তানি করে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, ব্যবসায়ীরা প্রশ্রয় না দিলে ওরা কীভাবে মাস্তানি করবে? তিনি বলেন, মাস্তানি যে হয় সেজন্য ব্যবসায়ীদেরও দায় আছে। এত বড় বড় ব্যবসায়ী তারা। মাস্তানরা তাদের সঙ্গে মাস্তানির সাহস পায় কীভাবে?

শামীম ওসমান গতকাল ফতুল্লার বিসিকে শিল্পমালিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতা করছিলেন। তিনি বলেন, আজ পর্যন্ত আমি নারায়ণগঞ্জের কোথাও ফোন করিনি অমুককে মাল দেন, এটা দেন, ওটা দেন। আজ পর্যন্ত ফোন করিনি, করবও না। আমি মাঝে মাঝে ফোন করি ভিন্ন কারণে। বিভিন্ন কাজে তাদের কাছ থেকে সাহায্য নিই।

বিসিকে যাতায়াতের রাস্তা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, এ রাস্তাটায় নাকি মামলা আছে। এলজিআরডি মন্ত্রণালয় মনে হয় ফাইলটা সরিয়ে রেখেছিল। আমি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম ফাইলটা খুঁজে বের করতে। দ্রুতই এ কাজটি শুরু হবে। আমি এমনভাবে কাজ করতে চাই যেন মৃত্যুর পরও সবাই দোয়া করে।

মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, পরিচালক শাহাদাত হোসেন ভূইয়া সাজনু ও অন্যান্য ব্যবসায়ী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর