যুক্তরাষ্ট্রের বস্টনভিত্তিক ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড’ (বেইন)-এর নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যাসাচুসেটস স্টেটের একটি আদালত অভিযুক্তদের বিরুদ্ধে মামলার সব খরচবাবদ ১ লাখ সাড়ে ৩৪ হাজার ডলার জরিমানা করেছেন। গত ২৫ নভেম্বর ম্যাসাচুসেটসের এসেক্স কাউন্টির সুপেরিয়র আদালতের বিচারক জেনিস ডব্লিউ হাউ এই রায় দেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে এই প্রথম ভোট কারচুপির বিরুদ্ধে আদেশ এলো কোনো আদালত থেকে। আদেশ অনুযায়ী মামলা পরিচালনাকালীন আইনজীবী এবং সব খরচবাবদ ১ লাখ ৩৪ হাজার ৫৬৬ ডলার ৩৪ সেন্ট আসামিপক্ষ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর পারভিন চৌধুরী, সালাউদ্দিন খান ও তানভির মুরাদকে বহন করতে হবে।