চট্টগ্রামে ও খুলনায় করোনায় আক্রান্ত হয়ে গতকাল দুজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর-
চট্টগ্রাম : চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়। মৃত ব্যক্তির নাম মো. মুজিবুর রহমান (৫৫)। এ নিয়ে চট্টগ্রামে মোট ৯ জন মারা গেলেন। মারা যাওয়া ব্যক্তি নগরের বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা। নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনার পাশাপাশি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিন দিন আগে তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
খুলনা : খুলনায় করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বটিয়াঘাটার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। গতকাল ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটিই চলতি বছরে খুলনায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। খুমেক হাসপাতালে করোনা ইউনিটের মুখপাত্র ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, খুলনার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন দীপ। সেখানে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার বিকালে খুমেক হাসপাতালে ভর্তির পর লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোররাতে তার মৃত্যু হয়।