জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। তিনি দেশপ্রেমিক জনগণকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানান। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং হাসিনাকে ফেরতের দাবিতে ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা। সকাল ১১টায় মেরুল বাড্ডা, কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে ঘেরাও কর্মসূচি শুরু হবে। কর্মসূচি উপলক্ষে গতকাল পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে সাংগঠনিক সভায় তিনি একথা বলেন।