লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে কৃষকের দুটি গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় মারধর করেছে অপর দুই বাংলাদেশিকে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। গতকাল দুপুরে পাটগ্রাম উপজেলার ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকার ৮৩০ নম্বর মেইন পিলারে এস-৫ সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় তারা সীমান্তবর্তী এলাকার বাঁশজার থেকে বাঁশ কাটার সময় বাঁশ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০) ও আজিজুল হকের ছেলে জয়নাল হোসেনকে (২৫) মারধর করেন বিএসএফের সদস্যরা। খবর পেয়ে দলবেঁধে গ্রামবাসী এগিয়ে এলে বিএসএফের সদস্যরা বন্দুক উঁচিয়ে ধরে পিছু হটে নিজ সীমান্তে চলে যান। কিন্তু যাওয়ার সময় জিরো লাইন থেকে তারা কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের দুটি গরু নিয়ে যান।
গ্রামবাসী সেলিম রেজা বলেন, জিরো লাইন বরাবর গরুকে ঘাস খাওয়ানো ও গরু চরানো কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয়। বিএসএফের সদস্যরা সীমন্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশ করেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি গরু তারা নিয়ে গেছেন। দুই বাংলাদেশিকে মারধর করেছেন। এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে বিএসএফ এখনো সাড়া দেয়নি।