সাগরে মাছ ধরতে যাওয়া চট্টগ্রামের ১৮ জেলে ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় সাধারণ ডায়েরি করেন ‘এফবি খাজা আজমীর’ নামে নৌকার মালিক আলী আকবরের স্ত্রী সেলিনা আক্তার। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, আলী আকবর (৪৯) দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসায় জড়িত। ১৩ সেপ্টেম্বর তার সঙ্গে মাঝি আবু তাহের (৫৫), স্টাফ জামাল (৪৫), বাবুর্চি রুবেলসহ (৩৫) আরও ১৪ জন সাগরে মাছ ধরতে বের হন। ওই দিন রাতেই তাদের সঙ্গে শেষবারের মতো কথা হয়। এরপর থেকে তার স্বামী ও অন্যদের ফোন বন্ধ।
সেলিনা আক্তার বলেন, প্রথমে ভেবেছিলাম সাগরে নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু এতদিন ধরে টানা অপেক্ষার পরও তাদের কোনো খোঁজ না পাওয়ায় দিশাহারা হয়ে পড়েছি। আগে কখনো এমনটা হয়নি।
সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে নিখোঁজ জেলেদের সন্ধানে পুলিশ কাজ করছে। গত ১৩ সেপ্টেম্বরের পর থেকে তাদের মোবাইলের অবস্থান শনাক্ত করা যায়নি। বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে থানাগুলোতে এ বিষয়ে বার্তা পাঠানো হয়েছে।