ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন ফকিরের চুল কেটে দেওয়ার ঘটনা ভাইরাল হওয়ার পর থানায় মামলা হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর তারাকান্দা থানায় মামলাটি করেছেন হেনস্তার শিকার হালিম উদ্দিন আকন্দের ছেলে মো. শহিদ মিয়া আকন্দ।
তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দীর্ঘ ৩৪ বছর জট ছিল হালিম ফকিরের মাথায়। হজরত শাহজালাল (র.) ও শাহ্ পরাণ (র.)-এর ভক্ত তিনি। আগে পেশায় কৃষক থাকলেও এখন ফকিরি হালে আছেন। টুকটাক কবিরাজিও করেন।
গত কুরবানির ঈদের কয়েক দিন আগে উপজেলার কাশিগঞ্জ বাজারে হঠাৎ করেই একদল লোক এসে তার মাথার জট কেটে দেন। জানা যায়, ঘটনার সময় বাধা দিতে গেলে ওই বৃদ্ধের ওপর বলপ্রয়োগ করা হয়।
হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে একটি সংগঠন এই চুল কাটার কাজটি করেছিল। তারা ঢাকা থেকে ময়মনসিংহে এসে এ কাজ করেন।