সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল কাতিফ প্রদেশে সোমবার লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ইসলামিক স্টেট (আইএস) কর্তৃক আত্মঘাতী হামলায় নিহতদের জানাজা।
গত শুক্রবার আল কাতিফ প্রদেশের শিয়া প্রধান আল কাদেহ গ্রামের ইমাম আলি মসজিদে আত্মঘাতি হামলায় ২১ জন মুসল্লি নিহত হন। আল কাতিফের বিভিন্ন এলাকা থেকে লোকজন জানাজায় যোগ দেন। জানাজা শেষে ফুলে ঢাকা ২১টি কফিন গোরস্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় ইমাম হুসাইনের নামে শ্লোগান দেয় উপস্থিত জনতা।
লাশ নিয়ে গোরস্থানে যাওয়ার পথে কাতিফের বাসিন্দারা বিভিন্ন প্ল্যাকার্ড ঝুলিয়ে রাখে। এসব প্ল্যাকার্ডে সাম্প্রদায়িকতার নিন্দা জানিয়ে সমতার দাবি জানানো হয়। সুন্নি প্রধান সৌদি আরবে শিয়াদের সঙ্গে বৈষম্যের অভিযোগ রয়েছে তাদের। তবে সৌদি সরকার বরাবরই অভিযোগটি অস্বীকার করে আসছে।
রবিবার এক বিবৃতিতে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ বলেছেন, এই বোমা হামলায় তিনি অত্যন্ত মর্মাহত। হামলার সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি ও দেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৫/ রশিদা