সৌদি আরবের জেদ্দায় পানিবাহী লরিচাপায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুস্তম আলী ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকসিপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
রুস্তম আলী জেদ্দায় একটি কোম্পানিতে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার রাতে গাড়ি পার্কিং করে শুয়ে ছিলেন তিনি। সে সময় উল্টোদিক থেকে আসা একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রুস্তম।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সৌদিতে অবস্হানরত নিহত রুস্তম আলীর স্ত্রীর বড় ভাই আব্দুল মান্নান জানান, রুস্তম আলী যে স্থানে নিহত হয়েছেন সেটা তার কর্মক্ষেত্র থেকে ৭০০ কিলোমিটার দূরে। রুস্তমের কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব তার লাশ দেশে পাঠানো হবে। তার মৃত্যুর খবর মঙ্গলবার সকালে বাড়িতে পৌঁছলে সেখানে শোকের ছায়া নেমে আসে। রুস্তমের মৃতদেহ দ্রুত দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা।
বিডি-প্রতিদিন/ ২৭ মে, ২০১৫/ রশিদা