সৌদি সরকার মক্কা থেকে মদিনা পর্যন্ত খুব শীঘ্রই পাতালরেল বা মেট্রোরেল স্থাপন করতে যাচ্ছে। পবিত্র হজ পালনে আগত হাজীদের যাতায়াতের সুবিধা আরো সহজ করতে এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। খুব শীঘ্রই প্রকল্পটির কাজ শুরু হবে বলে জানা গেছে।
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর সম্প্রসারণ বিভাগের প্রধান খালেদ ফিদা জানান, মক্কা নগরীতে পাতাল রেল কার্যক্রমের অংশ হিসাবে ইতিমধ্যে যে সব রুট থেকে পাতালরেল চলাচল করবে সেগুলো চিহ্নিতসহ যে সব স্থানে রেলের স্টেশন বসবে সেগুলোও নির্বাচন করা হয়েছে।
মক্কার পাতালরেল প্রকল্পটি শুরু হচ্ছে আজিজিয়া এলাকায়। সেখান থেকে মাহবাসুল জিন হয়ে মসজিদুল হারাম পর্যন্ত পৌঁছবে রাস্তাটি। এছাড়া মিনা ও আরাফাতসহ বিভিন্ন পবিত্র স্থানগুলোতেও যাতায়ত করবে পাতাল রেল। পাতালরেল চালু হলে হজযাত্রীদের সময় ও অর্থ ব্যয় কমে আসবে এবং সহজে যাতায়াতের সুযোগ পাবেন আগত হাজীরা।
বিডি-প্রতিদিন/২৭ মে, ২০১৫/মাহবুব