‘আ জ ম নাছির উদ্দিনের মেয়র নির্বাচিত হবার মাধ্যমে চট্টগ্রামে রাজনৈতিক প্রেতাত্মা থেকে মুক্তি পেয়েছে আওয়ামী লীগ। নবনির্বাচিত মেয়রও গণমানুষের কল্যাণে কাজ করার জন্য নিজেকে সঁপে দিয়েছেন। আগামীতে নগরবাসী পাবেন আশানুরূপ ফলাফল।’ চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ এমপি বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রের ইউএইতে সংবর্ধনার প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এম এ লতিফ বলেন, ‘প্রতিষ্ঠিত সত্য প্রবাসীদের দ্বারা দেশ এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম প্রবাসীরা চট্টগ্রামের উন্নয়নে উত্তরোত্তর নিজেদের সফলতার নজির সৃষ্টি করছেন। আর চট্টগ্রামবাসীদের আস্থাভাজন মেয়র নাছিরও সবার সাথে এক হয়ে কাজ করে যাবার দৃঢ় প্রত্যায়ী। নবনির্বাচিত মেয়রকে প্রবাসীদের আরো কাছাকাছি নিয়ে আসতে এ সংবর্ধনার আযোজন। জুলাইয়ে শেষ সপ্তাহে ইউএইতে দেয়া হবে সংবর্ধনা। আশা করছি এর মধ্যে সব আয়োজন সম্পন্ন হবে।’
দুবাইয়ের ব্লু স্কাই হোটেলে আয়োজিত প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামছুল হক চৌধুরী বলেন, ‘শারজাহ স্টেডিয়ামের সিপিএল এর অনুষ্ঠানের মাধ্যমে আ জ ম নাছির উদ্দিন প্রবাসীদের প্রিয় ও পরিচিত হয়ে গেছেন। তাই শারজাহ স্টেডিয়ামেই উনাকে সংবর্ধনা দেয়ার কার্যক্রম হাতে নেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘মেয়র নাছির সরকারের পৃষ্ঠপোষকতায় নির্বাচন করেননি, করেছেন জনগণের পৃষ্ঠপোষকতায়। তাই জনগণই তাকে সংবর্ধনা দেবে। আমিরাতের চট্টগ্রাম প্রবাসীরা এ সংবর্ধনার আয়োজন করছে যা উপভোগ করার সুযোগ পাবে সকল প্রবাসী বাংলাদেশি। এখানে নেতা-নেত্রীর প্রয়োজন নেই। টিকেট ফ্রি ও সবাইকে সমান সুযোগ দেয়া হবে।’
প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন: মোহাম্মদ ছালেহ, অধ্যাপক জমির উদ্দিন, কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ নাজিম, শৈবাল বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন বেলায়েত হিরো, মোহাম্মদ ইউছুফ, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবু জাফর, সুবুত চৌধুরী, মাসুদ চৌধুরী, নুর মোহাম্মদ, এরশাদুল হক, মহি উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনের পর মোহাম্মদ ছালেহকে আহ্বায়ক ও অধ্যাপক জমির চৌধুরীকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট একটি সংবর্ধনা প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে আমিরাতের সবগুলো বিভাগে এই কমিটির অধিনে বিভাগীয় কমিটি করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ মে, ২০১৫/ রশিদা