পবিত্র হজ্ব ও ওমরাহ পালনকারীদের জন্য বিশেষ এক ধরনের ইলেক্ট্রিক ব্রেসলেট দেবে সৌদি সরকার। যা হাজীদের পরিপূর্ণ দিক নির্দেশনাসহ প্রয়োজনীয় স্থানগুলোতে পৌঁছে দিতে সাহায্য করবে। এ ছাড়া ই-ব্রেসলেটটি মক্কার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে তথ্যসহ নামাজের সময়সূচি, ভাষা সংক্রান্ত জটিলতা ও অন্যান্য বিষয়ে সহযোগিতা করবে।
আগত সকল হজ্বযাত্রী এটি ব্যবহার করতে হবে বাধ্যতামূলক। কারণ এই ই-ব্রেসলেটটির মাধ্যমে হাজীদের অবস্থান পর্যবেক্ষণ করবে সৌদি কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/ ৩০ মে, ২০১৫/ রশিদা