মসজিদে হামলা ঠেকাতে এবং হামলাকারীদের শনাক্ত করতে এবার সারাদেশে মসজিদে সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) ক্যামেরা স্থাপন করার ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার।
গত শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা এলো। সিসিটিভি ছাড়াও মসজিদগুলোতে নিরাপত্তাকর্মী নিয়োগের ঘোষণাও দিয়েছে সৌদি প্রশাসন।
উল্লেখ্য, দাম্মামে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। হামলার কিছুক্ষণ পরই এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে চরমপন্থী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এর আগে গত ২২ মে সৌদি আরবের কাতিফ প্রদেশে একটি শিয়া মসজিদে আইএস হামলা করেছিল। ওই হামলায় অন্তত ২১ জন শিয়া মুসলিম নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন অন্তত আরও ১০০ জন।
বিডি-প্রতিদিন/ ৩১ মে, ২০১৫/ রশিদা