জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক লীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান গত শুক্রবার স্থানীয় গুদাইবিয়া সাউথ সাউথ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাহরাইন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আইয়ুবুর রহমান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাহরাইন বাংলাদেশ শ্রমিক লীগের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু। বিশেষ অতিথি ছিলেন দলের সভাপতি ও শ্রমিক লীগের পৃষ্ঠপোষক (বাহরাইন) জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাহরাইন বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, দুবাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এসএম নিজাম, বাহরাইন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বখতিয়ার উদ্দিন সেন্টু, স্বেচ্ছাসেবক লীগের বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন কাশেম, প্রবাসী দর্শক ফোরাম সভাপতি আনিছুর রহমান মজুমদার, বাংলাদেশ আওয়ামী লীগের বাহরাইন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহম্মদ মঞ্জু।
যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাশেম, শ্রমিক লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারম্নখ হোসেন। অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের মানামা মহানগর, সালমাবাদ, জিদহাফ, রাসুলমান, সাকুরা, গুদাইবিয়া ও হামাদ টাউন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ৩১ মে, ২০১৫/ রশিদা