সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে কর্মরত বাংলাদেশি মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান।
স্থানীয় সময় সোমবার দুপুরে আবুধাবীর বাংলাদেশ দূতাবাস মিলানায়তনে এ মতবিনিময়কালে রাষ্ট্রদূত সাংবাদিকদের বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি তুলে ধরার আহবান জানান।
মোহাম্মদ এমরান বলেন, 'স্থানীয় সংবাদপত্রে দেশের ইমেজের সংকট সৃষ্টি করে বিভিন্ন সময় সংবাদ প্রচার করে আসছে তাই আমাদের দেশের মিডিয়াগুলোকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।'
তিনি আরও বলেন, আমিরাতে কয়েক বছর যাবৎ বাংলাদেশীদের ভিসা বন্ধ তাই যত দ্রুত সম্ভব চালু করার জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে। প্রতিটি প্রবাসীকেও দেশের একেকজন রাষ্ট্রদূতের ভূমিকা নিয়ে অপরাধ কমিয়ে আনাতে সজাগ থাকতে হবে।' এসময় তিনি দেশ থেকে দালালের মাধ্যমে প্রবাসে না আসারও পরামর্শ দেন।
মতবিনিময়কালে দূতাবাসের রাজনৈতিক সচিব শাহাদাৎ হোসেন, শ্রম সচিব আরমান উল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৫/মাহবুব