চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ছাত্রনেতাদের এক প্রাণবন্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টরন্টোর ডেনফোর্থের আইপি ওয়ার্ল্ডে এ আড্ডা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি (বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক) মঞ্জুর আলম শাহীনের সফরকে ঘিরে এই আড্ডায় বিভিন্ন ছাত্র সংগঠনের তৎকালীন নেতারা পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন।
মঞ্জুর আলম শাহীন ছাড়াও এই আড্ডায় অংশ নেন চাকসুর জিএস আজিম উদ্দিন আহমেদ, চাকসুর সদস্য এ এইচ এম রেজাউল করিম,কাজী জহির উদ্দিন, ছাত্রদলের সাবেক নেতা (পরবর্তীতে যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) সামুম ভূইয়া, সাংবাদিক মোশাররফ হোসেন, শওগাত আলী সাগর, জহিরুল ইসলাম চৌধুরী, মিনারা বেগম, মাইনুর আরজু, নাসিমা খানম নীলু প্রমুখ।
প্রসঙ্গত, সাবেক ছাত্রনেতা মঞ্জুর আলম শাহীন ব্যক্তিগত সফরে বর্তমানে টরন্টো সফরে রয়েছেন।
১৯৮৪-৯০ সময়কালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নেতৃত্ব দেওয়া এই নেতাদের এই আড্ডায় ব্যক্তিগত স্মৃতিচারণ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শিক্ষা পরিস্থিতি উঠে আসে।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম